সিরাজগঞ্জের কাজীপুরে সাংবাদিক সেলিম সিকদার ও উল্লাপাড়ার স্থানীয় সাংবাদিক সাজ্জাদুল ইসলাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কাজীপুর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি হয়।
সেখানে বক্তব্য দেন কাজীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী (করতোয়া) ও সম্পাদক আব্দুল জলিল (কালের কণ্ঠ)। এ সময় বক্তব্যে তাঁরা বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যারা এই হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে সাংবাদিকদের আঘাত করেছেন তাদের বিরুদ্ধে শাস্তি দাবি জানাচ্ছি। আমরা চাই এই হামলার ঘটনার সুষ্ঠু বিচার হবে। সরকারের প্রশাসন এই হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’
সেলিম সিকদার দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার জেলা সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। আর সাজ্জাদুল ইসলাম আজকের দর্পন পত্রিকার সাংবাদিক। ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁরা জাল ভোট দেওয়ার বিষয়টি দেখে সংশ্লিষ্টদের জানায়। এরপর ওই এজেন্টকে আটক করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁদের ওপর হামলা চালানো হয়।