Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পলাতক ও ঋণখেলাপির অভিযোগে দুই চেয়ারম্যানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিন কাস্তুল ইউপির চেয়ারম্যান প্রার্থী ম. সাজন উদ্দিন ভূঁইয়া পলাতক ও মো. শরিফ উদ্দিনকে ঋণখেলাপি এবং আদমপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. রফিকুল ইসলামকে ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল করে উপজেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলার ৮ ইউপিতে পঞ্চম ধাপের ভোট গ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র ফিরে পেতে আপিল করবেন বলেও জানা গেছে।

এ বিষয়ে মো. শরীফ উদ্দিন মুঠোফোনে বলেন, ‘ব্র্যাক ব্যাংকের এসএমই মতিঝিল শাখায় আমার ঋণ রয়েছে, ইতিমধ্যে আমি অর্ধেক টাকা পরিশোধও করেছি। বাকি ঋণ পরিশোধ করতে কিস্তি চেয়েছিলাম। আমি প্রার্থিতা ফিরে পেতে আপিল করব।’

সাবেক চেয়ারম্যান ম. সাজন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দরকারি সব কাগজপত্র আমার হাতে রয়েছে, মনোনয়নপত্র ফিরে পেতে আমি আপিল করব। প্রার্থিতা দ্রুত ফেরত পেয়ে, যথাসময়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব আশা করি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ভূঁইয়া মুঠোফোনে বলেন, পলাতক ও ঋণখেলাপি হওয়ার অভিযোগে কাস্তুল ইউপির দুজন চেয়ারম্যান ও আদমপুর ইউনিয়নের একজন সদস্যের (মেম্বার) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়ে।

উপজেলার আট ইউপিতে ৮ চেয়ারম্যান, ২৪টি সংরক্ষিত আসন ও ৭২টি সদস্যপদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৭০ জন। আদমপুর ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত আসনে ১১ জন, সদস্যপদে ২৭। অষ্টগ্রামে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে ৯ জন, সদস্যপদে ৩৪ জন, বাঙ্গালপাড়ায় চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত আসনে ৮ জন, সদস্যপদে ২৯ জন, দেওঘরে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত আসনে ১৪ ও সদস্যপদে ৪৮ জন। কলমা ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে ৭ জন, সদস্যপদে ২৩ জন। কাস্তুল ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ৯, সদস্যপদে ২৯ জন, খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১০ ও সদস্যপদে ৩১ জন। এ ছাড়া পূর্ব অষ্টগ্রামে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনে ১০ জন ও সদস্যপদে ৩২ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ