মির্জাপুরে গ্যাসের চুলার আগুনে পুড়ে বেবী সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মীর আতোয়ার রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে বেবী সিদ্দিকী দোতলা ভবনের টেবিলে পানি খাচ্ছিলেন। এ সময় হঠাৎ রান্নাঘরে গ্যাসের চুলায় বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীরে আগুন লেগে যায়। আশপাশের বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় পাঠান। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। বেবী সিদ্দিকী পাঁচ ছেলের জননী।
গোড়াই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আদিল খান বলেন, শুক্রবার রাতে গ্যাসের আগুনে তিনি পুড়ে গুরুতর আহত হন এবং শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।