সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। ৬১৬ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গতকাল সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভাগে করোনায় কেউ মারা যায়নি। ২৪ ঘণ্টায় বিভাগের তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন সিলেটের অপরজন হবিগঞ্জের বাসিন্দা।
নতুন আক্রান্তদের নিয়ে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৯৫০ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৮৭৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৭২ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৫৮ জন।
সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৮০ জন।