নরসিংদীতে করোনা শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন তিনজন। গতকাল রোববার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪২৭ জন।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা শনাক্ত হন তিনজন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ। শনাক্ত তিনজনই সদর উপজেলার বাসিন্দা। নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬০ হাজার ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট রোগীর সংখ্যা ১৫ জন। এর মধ্যে দুজন হাসপাতাল আইসোলেশনে ও বাকি সবাই হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫ জন। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১১৫, রায়পুরাতে ৬১৬, বেলাবতে ৭৩৭, মনোহরদীতে ৮৯৭, শিবপুরে ১ হাজার ৪১০ ও পলাশে ১ হাজার ৬৫২ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০, রায়পুরায় ৮, বেলাবতে ৯, মনোহরদীতে ১১, শিবপুরে ৯ ও পলাশে ১২ জন রয়েছেন।