চট্টগ্রামের মিরসরাই উপজেলায় লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। গতকাল শনিবার লিও ক্লাবের সার্বিক সহযোগিতায় এ পরীক্ষা করা হয়।
উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোটে ডা. এস এ ফারুকের বাড়িতে চট্টগ্রাম লায়ন্স দাতব্য হাসপাতালের চিকিৎসকেরা ৮৫০ জন রোগীর চক্ষু, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করেন।
এতে ১২১ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন তাহের আহমদ, জোন চেয়ারপারসন লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, শেফা ইনসান হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এ ফারুক, লায়ন ইলিয়াছ সিরাজী, লায়ন মঈন উদ্দিন, খুলশীর সেক্রেটারি লায়ন রাশেদা আক্তার মুন্নি, মিরসরাইয়ের সেক্রেটারি লায়ন আশরাফ উদ্দিন সোহেল, লায়ন আজিজ উদ্দিন চৌধুরী, লায়ন কামরুল আলম, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মোস্তফা চৌধুরী প্রমুখ।