বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খাজা মহিউদ্দিন (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজার বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গতকাল মঙ্গলবার বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে খাজা মহিউদ্দিনকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তাঁকে পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
খাজা মহিউদ্দিন সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারাগারের রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু খাজা মহিউদ্দিনের কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন।
খাজা মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শরীফ উদ্দিন সবুজ।