নোয়াখালীর সুবর্ণচরে নাজমা আক্তার নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোবাব আলী গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে তার লাশ উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ।
নাজমা আক্তার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর তোরাব আলী গ্রামের করিম মোল্লার সমাজ এলাকার রবি আলমের মেয়ে। সে মোহাম্মদপুর ইউনিয়নের ইসহাক মুন্সীর হাট এমএইচ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত শনিবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নাজমা আক্তারের মা বিবি কুলসুম বলেন, পাশের বাড়িতে গিয়ে এক নারীর সঙ্গে ঝগড়ায় করা তিনি মেয়েকে বকা দিয়েছিলেন। তবে মেয়ে কেন আত্মহত্যা করেছে তিনি ধারণা করতে পারছেন না।
নাজমা আক্তারের বাবা রবি আলম বলেন, তিনি অন্যত্র খামারে কাজে ছিলেন। মোবাইল ফোনে মৃত্যুর খবর শুনে তিনি বাড়ি আসেন। মেয়ের মৃত্যুর ঘটনায় তিনি কাউকে সন্দেহ বা দোষারোপ করছেন না বলে জানান।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।