Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভোট নষ্ট করমু কেন শতবর্ষী বৃদ্ধার প্রশ্ন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভোট নষ্ট করমু কেন শতবর্ষী বৃদ্ধার প্রশ্ন

ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের ৬৩ নম্বর কোড়ালতলী মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন বৃদ্ধা জাম্বিলা বেগম।

গতকাল রোববার শত বছরের বৃদ্ধা জাম্বিলা বেগম তাঁর ছেলে আবুল দেওয়ানের হাত ধরে হেঁটে ভোট দিতে আসেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা থর থর করে কাঁপছিলেন। এ সময় আলাপের একপর্যায়ে তিনি বলেন, ‘ভোট দিতে না এলে ভোটটা নষ্ট অইবো, ভোট নষ্ট করমু কেন?’ তাই কষ্ট করে ভোট দিতে এসেছেন।

জাম্বিলা বেগম চর ৯ নম্বর ওয়ার্ডের কোড়ালতলী গ্রামের বাসিন্দা আহম্মদ দেওয়ানের স্ত্রী।

ছেলে আবুল দেওয়ান বলেন, ‘ভোট দিতে আসবেন বলে কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বসেছিলেন। ছোটবেলা থেকেই দেখছি, ভোট উৎসব নিয়ে মায়ের ভীষণ আগ্রহ।’

আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে আলাপকালে জাম্বিলা বেগম জানান, ভোট দিতে কেন্দ্রে আসতে খুব ভালো লাগে। ভোটের দিন ঈদ ও পূজার মতো উৎসবমুখর পরিবেশ থাকে। পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে।

ভেদরগঞ্জ সখিপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের পাশাপাশি নতুন তরুণ ভোটার থেকে শুরু করে বয়োবৃদ্ধাদের ভিড়। কেউ শাড়ি পরে, কেউ সালোয়ার-কামিজের সঙ্গে শীত নিবারণে গরম পোশাক গায়ে চাপিয়ে ভোট দিতে এসেছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ