ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের ৬৩ নম্বর কোড়ালতলী মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন বৃদ্ধা জাম্বিলা বেগম।
গতকাল রোববার শত বছরের বৃদ্ধা জাম্বিলা বেগম তাঁর ছেলে আবুল দেওয়ানের হাত ধরে হেঁটে ভোট দিতে আসেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা থর থর করে কাঁপছিলেন। এ সময় আলাপের একপর্যায়ে তিনি বলেন, ‘ভোট দিতে না এলে ভোটটা নষ্ট অইবো, ভোট নষ্ট করমু কেন?’ তাই কষ্ট করে ভোট দিতে এসেছেন।
জাম্বিলা বেগম চর ৯ নম্বর ওয়ার্ডের কোড়ালতলী গ্রামের বাসিন্দা আহম্মদ দেওয়ানের স্ত্রী।
ছেলে আবুল দেওয়ান বলেন, ‘ভোট দিতে আসবেন বলে কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বসেছিলেন। ছোটবেলা থেকেই দেখছি, ভোট উৎসব নিয়ে মায়ের ভীষণ আগ্রহ।’
আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে আলাপকালে জাম্বিলা বেগম জানান, ভোট দিতে কেন্দ্রে আসতে খুব ভালো লাগে। ভোটের দিন ঈদ ও পূজার মতো উৎসবমুখর পরিবেশ থাকে। পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে।
ভেদরগঞ্জ সখিপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের পাশাপাশি নতুন তরুণ ভোটার থেকে শুরু করে বয়োবৃদ্ধাদের ভিড়। কেউ শাড়ি পরে, কেউ সালোয়ার-কামিজের সঙ্গে শীত নিবারণে গরম পোশাক গায়ে চাপিয়ে ভোট দিতে এসেছেন।