টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই দক্ষিণ নাজিরপাড়া গ্রামের যুবলীগ নেতা মোতালেব ও ছাত্রলীগ নেতা রানাকে দেখতে যান। এ সময় খান আহমেদ শুভ তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ অনিক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।