ঢাকার নবাবগঞ্জে নাসির মোল্লা নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করেছে মো. শহিদুল নামে এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার সকালের দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল মনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত শহিদুলকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে শহিদুল শ্বশুর বাড়িতে গিয়ে হরিষকুল মোহাম্মদিয়া কওমি মাদ্রাসার রাস্তা আটকিয়ে বেড়া দিচ্ছিলেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য নাসির মোল্লা তাঁকে বেড়া দিতে নিষেধ করেন। এ সময় দুজনের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল রেগে গিয়ে হাতে থাকা খুন্তি (শাবল) দিয়ে নাসিরের গলার বাম পাশে জখম করেন। নাসির চিৎকার দিলে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠান।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে উপজেলার শুরগঞ্জ থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।