Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পিকআপে ট্রেনের ধাক্কা, চালক নিহত

ফেনী প্রতিনিধি

পিকআপে ট্রেনের ধাক্কা, চালক নিহত

গত বুধবার রাত ২টা ৫৫ মিনিট। ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ফেনী পৌরসভার বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করছিলেন পিকআপ ভ্যানের চালক আবদুল হালিম। মুহূর্তের মধ্যে এসে পড়ে একটি ট্রেন। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে পিকআপ ভ্যানটি। এতে প্রাণ হারান চালক আবদুল হালিম।

নিহত হালিম কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

জিআরপি পুলিশের (ফেনী) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পিকআপ ভ্যানে ধাক্কা দেওয়া ট্রেনটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস। গুরুতর আহত অবস্থায় পিকআপচালক আবদুল হালিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রেলক্রসিং এলাকার দায়িত্বে থাকা গেটম্যান তৌহিদুল ইসলাম জীবনকে কর্তব্যে অবহেলার অভিযোগে আটক করেছে জিআরপি পুলিশ।

এর আগে ২০২০ সালের অক্টোবরে পাশাপাশি আরেকটি রেলক্রসিংয়ে মেইল ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সুজনের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, ফেনীতে মোট ২৬টি রেলগেট রয়েছে। এসব গেটের গেটম্যানদের নিয়মিত মনিটরিং করতে হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ