Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার আদালতে মুক্ত

ওসমানীনগর প্রতিনিধি

ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার আদালতে মুক্ত

ওসমানীনগরে ভুয়া পরোয়ানায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে হয়রানির অভিযোগ উঠেছে। পরে আদালতে পরোয়ানা ভুয়া প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ী খালাস পান।

জানা গেছে, উপজেলার গোয়ালাবাজারের ব্যবসায়ী আবুল কালামকে ঋণ খেলাপের মামলায় গত সোমবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। আবুল কালাম গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য এওলাতৈল গ্রামের জামাল মিয়ার ছেলে।

এদিকে একই রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডি বাজার থেকে পাঁচ জুয়াড়িকে আটক করে পুলিশ। পরদিন পাঁচ জুয়াড়ি ও আবুল কালামের ছবি একত্রে তুলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রেরণ করা হয়। গত মঙ্গলবার দুপুরে আদালতে গেলে এই গ্রেপ্তারি পরোয়ানা ভুয়া প্রমাণিত হলে আবুল কালাম খালাস পান। এদিকে পুলিশের পাঠানো ছবি গতকাল বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

আবুল কালাম বলেন, ‘পুরো ঘটনা সাজানো। আমি বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার বাবা স্থানীয় জনপ্রতিনিধি। সামাজিকভাবে আমাদের মান সম্মান ক্ষুণ্ন করতে ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার করে জুয়াড়িদের সঙ্গে ছবি তুলে প্রকাশ করা হয়েছে। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করব।’

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আদালত থেকে ওয়ারেন্ট আসায় থানা-পুলিশ আবুল কালামকে গ্রেপ্তার করেছিল। কে বা কারা এই ঘটনায় জড়িত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জুয়াড়িদের সঙ্গে ছবি তোলার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি অবশ্যই দুঃখজনক। এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ