Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মুরাদের শাস্তির দাবি কুশপুত্তলিকা দাহ

রংপুর প্রতিনিধি

মুরাদের শাস্তির দাবি কুশপুত্তলিকা দাহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের শাস্তির দাবি জানিয়েছে রংপুর মহানগর যুবদল।

গতকাল মঙ্গলবার সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেন যুবদলের নেতা-কর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি মো. মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ, সহসভাপতি মো. ফরহাদ হোসেন পিন্টু, মো. রাজিব চৌধুরী, মো. এনায়েতুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, সহসাংগঠনিক সম্পাদক মো. ওয়াহেদ মুরাদ, মো. মামুন পারভেজ প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে ডা. মুরাদকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান। অন্যথায় সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

যুবদল নেতারা বলেন, একজন বিবেকবান মানুষ মেয়েদের নিয়ে অশ্রাব্য কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না। তিনি ফোন করে একজন চিত্রনায়িকাকে ধর্ষণ করারও হুমকি দিয়েছেন। তাঁর সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নারী সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে ব্যারিস্টার মঈনুল হোসেন গ্রেপ্তার হলে ডা. মুরাদকে কেন গ্রেপ্তার করা হবে না তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।

একই অভিযোগে গত রোববার মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে জেলা যুবদল। সেই সঙ্গে তাঁকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

দুপুর ১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী যে অশালীন বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভা থেকে রংপুরে প্রতিমন্ত্রী মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা করে রংপুরে আসলে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। এর আগে কুশপুত্তলিকা নিয়ে মিছিলসহ দলীয় কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতা-কর্মীরা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ