চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় ট্রেন দুর্ঘটনায় নিহত কনস্টেবল মনিরুল ইসলামসহ ১৮ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও আইজি ব্যাজ পেয়েছেন। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরষ্কার দেওয়া হয়। গতকাল শুক্রবার পুলিশ সপ্তাহ উপলক্ষে নির্বাচিত ব্যক্তিদের মাঝে পদক দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এ বছরের বিপিএম-সেবা পদক পেয়েছেন উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড বিল্ডিং) এস এম মোস্তাইন হোসেন। পিপিএম পদক পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার নাজমুল হাসান, র্যাব-৭ চট্টগ্রামের নায়েক মো. ওবায়দুল হক সরকার।
২০২০ সালে বিপিএম পদক পেয়েছেন র্যাব-৭ চট্টগ্রামের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। বিপিএম-সেবা পদক পেয়েছেন সিএমপির উপকমিশনার (সদর) মো. আমির জাফর। পিপিএম পদক পেয়েছেন সিএমপির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) নোবেল চাকমা, র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা মো. মাশকুর রহমান। পিপিএম-সেবা পদক পেয়েছেন বর্তমানে আকবরশাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন, কনস্টেবল মোহাম্মদ শওকত হোসেন।