কেশবপুরে এক ভূমিহীন ব্যক্তির ঘর ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের সময় দুর্বৃত্তদের বাধা দিলে তাঁরা ভূমিহীন ব্যক্তির দুই স্বজনকে পিটিয়ে আহত করেন। গত রোববার দিবাগত রাতের এই ঘটনা উল্লেখ করে সোমবার দুপুরে থানায় ৪ ব্যক্তিসহ অজ্ঞাতনামা ১০–১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুরের পাঁজিয়া সড়কের নতুনহাট বাজারে ভূমিহীন গিয়াস উদ্দিন মোল্লা বাঁশের খুঁটি এবং টিন দিয়ে একটি ঘর নির্মাণ করেন। জমির বিরোধের জেরে রোববার রাতে রাজনগর বাঁকাবর্শী গ্রামের ইজাজ কবির বাবু, শোয়েব হোসেন, সোহাগ হোসেন, শাহাজান মোড়লসহ অজ্ঞাতনামা ১০–১২ জন ওই ঘর ভাঙচুর করে। খবর পেয়ে গিয়াস উদ্দিন মোল্লার মামা আব্দুল হাই ও মামি মমতাজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাঁদের মারধর করা হয়। আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
গিয়াস উদ্দিন মোল্লা বলেন, ‘২০১৭ সালের ১৬ এপ্রিল ভূমিহীন হিসেবে ১ নম্বর খতিয়ানের ১০২ মৌজার ৭১৪ দাগে দেড় শতক ডাঙ্গা জমি সরকার আমার ও স্ত্রী তাসলিমা বেগমের নামে রেজিস্ট্রি করে দেয়।