দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের পিএইচডি ডিগ্রি অর্জনকারী ৭ শিক্ষককে অনুষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. কুতুব উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান আবুল কালাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান শাহানাজ পারভিন, অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান মো. মামুনার রশিদ। উপস্থাপনা করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. সহিদ উজ জামান।
পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকেরা হলেন প্রফেসর ড. শেখ মোস্তাক আহমেদ, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, ড. মো. আলমগীর হোসেন, ড. মো. শামিম হোসেন, ড. মো. জয়নুল আবেদিন ও ড. মো. রিয়াজুল হক।