কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিন মানবিক বিভাগের ২ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এদিকে এ দিন অসদুপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় মানবিক শাখায় পরীক্ষার্থী ছিল ৮০ হাজার ২০৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭ হাজার ২৫৭ জন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলায় ১ হাজার ৪৩ জন, চাঁদপুরে ৪৩৪ জন, নোয়াখালীতে ৪৪৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫১৬ জন, ফেনীতে ২৫১ জন ও লক্ষ্মীপুর জেলায় ২৬৩ জন শিক্ষার্থী রয়েছে।
বোর্ডের চেয়ারম্যান মো. আবদুছ সালাম জানান, ২০২১ সালে কুমিল্লা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৪৭ জন।