ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলায় মো. শহীদুল্লাহ ফকির (৭২) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বিকেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়।
শহীদুল্লাহ ফকির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রয়াত মৌলভী কমর উদ্দিন ফকিরের ছেলে। বাড়ি ঈশ্বরগঞ্জ হলেও তিনি ঢাকার বনানী এলাকায় একটি বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে গত বছরের ২ নভেম্বর অভিযোগ আনা হয়। অভিযোগটি তদন্ত করছেন মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গত বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কালীবাড়ি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, আটককৃতের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় প্রক্রিয়াধীন। আপাতত তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।