চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার গরিববান্ধব সরকার। এ সরকার দরিদ্র-দুঃখী মানুষের কষ্ট বোঝে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় শীতবস্ত্রের অভাবে কাউকে কষ্ট ভোগ করতে হবে না। তাঁরই পথ অনুসরণ করে নগরীতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, এটি অব্যাহত থাকবে। দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল। এ ব্যাপারে কারও পরীক্ষা নেওয়ার অবকাশ নেই।’
গতকাল সোমবার সকালে চকবাজার ওয়ার্ড কার্যালয়ে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র রেজাউল করিম।
মেয়র আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় হতদরিদ্র মানুষের জন্য সোনার বাংলা গড়ার যে অঙ্গীকার নিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্ন বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়তে দেশের প্রত্যেক মানুষের ভাত, কাপড়, মাথা গোঁজার ঠাঁইসহ শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’
স্থানীয় কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সভাপতিত্বে ও তারেক সুলতানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, নাজিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের মুজিবুর রহমান বাবুল, আজম খান প্রমুখ।