মির্জাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই পরিবারের তিনজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। উপজেলার মহেড়া ইউপির বর্তমান চেয়ারম্যান মো. বাদশা মিয়া, তাঁর রাজিয়া বেগম ও বাদশা মিয়ার ছোট ভাই আওলাদ হোসেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন। তিনজনই ইউপি নির্বাচনে আওয়ামী লীগে থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।
গতকাল সোমবার ধানমন্ডির আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে তাঁরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বাদশা মিয়া মহেড়া ইউপির বর্তমান চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। তাঁর স্ত্রী রাজিয়া বেগম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা নারী জাগরণ সংস্থার সভাপতি। আর ছোট ভাই আওলাদ হোসেন উপজেলা যুবলীগের সদস্য। পঞ্চম ধাপে ৫ জানুয়ারি মির্জাপুর উপজেলার মহেড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।