নরসিংদীতে গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও করোনা শনাক্ত হয়নি। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, ২৪ ঘণ্টায় ১৯ জনের দেহে নমুনা পরীক্ষা করা হয়। সব কটি নমুনার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কারও দেহে করোনা শনাক্ত হয়নি। বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ১৪ জন। এর মধ্যে একজন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং বাকি সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া হাসপাতালে করোনার উপসর্গ ভর্তি আছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬০ হাজার ৪১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১২৩ জন, রায়পুরাতে ৬১৭ জন, বেলাবতে ৭৩৭ জন, মনোহরদীতে ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪১১ জন, পলাশে ১ হাজার ৬৫৪ জন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরায় নয়জন, বেলাবতে নয়জন, মনোহরদীতে ১১ জন, শিবপুরে নয়জন, পলাশে ১২ জন রয়েছেন।