রাজশাহীর পুঠিয়ায় দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২৯ ডিসেম্বর। তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। শেষ দিনে সর্বমোট ১৩৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, দুটি ইউনিয়নের মধ্যে ভালুকগাছিতে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে শিলমাড়িয়ায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আটজন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাচাই হবে ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর।