Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সদরে চুরি হওয়া ইজিবাইক, রিকশা, যন্ত্রাংশসহ গ্রেপ্তারের পর পুলিশের দাবি

চৌগাছা প্রতিনিধি

সদরে চুরি হওয়া ইজিবাইক, রিকশা, যন্ত্রাংশসহ গ্রেপ্তারের পর পুলিশের দাবি

যশোর সদর উপজেলায় বিভিন্ন এলাকায় ইজিবাইক ও রিকশা চুরির অভিযোগে রবিউল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলাজুড়ে ইজিবাইক, রিকশা ও ভ্যান ছাড়াও বাড়িতে চুরির চক্র গড়ে তুলেছেন বলে পুলিশ দাবি করেছে।

গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ডাকাতিয়া গ্রামের নুরপুরে রবিউলের আস্তানায় অভিযান চালানো হয়। এ ছাড়া শহরতলিতে রবিউলের আরও কয়েকটি আস্তানা থেকে রিকশা, ভ্যান, ইজিবাইক, ব্যাটারি ও বিপুল যন্ত্রাংশ উদ্ধার হয়। এসবের দাম আনুমানিক ৫ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে যশোর সদর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থান থেকে রিকশা, ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন মিলিয়ে দেড় শতাধিক চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় বিভিন্ন থানায় শতাধিক অভিযোগ জমা পড়ে। গত ঈদুল ফিতরের আগেই ডজনখানেক চুরি সংঘটিত হয় যশোর সদরের বিভিন্ন গ্রামে।

গত ১১ এপ্রিল সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের আব্দুল মালেকের বাড়িতে রিকশা চুরি হয়। ১২ এপ্রিল একই গ্রামের সৈনিক বেলাল হোসেনের বাড়িতে চুরি হয়। এদিন দুপুরে ৪টি ঘরের তালা ভেঙে চুরি হয়েছে ৩ লাখ টাকারও বেশি মালামাল। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়। ১৩ এপ্রিল রাতে একই গ্রামের সংবাদকর্মী মোজাম্মেল হোসেন সোহাগের বাড়িতে চুরি হয়।

যশোরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলে স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করেন, এটি সংঘবদ্ধ চোর রবিউলের অপরাধী চক্রের কর্মকাণ্ড। এ ব্যাপারে থানায় কয়েকটি অভিযোগও জমা পড়ে। শুরু হয় রবিউল চক্রের ওপর নজরদারি। মঙ্গলবার রাতে চক্রটির ডাকাতিয়ার আস্তানা ও রবিউলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমান বলেন, ‘রবিউলকে বিপুল পরিমাণ চোরাই ভ্যান ও রিকশার যন্ত্রাংশসহ আটক করা হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ