রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে মুছাপুর, অলিপুরা, চান্দেরকান্দি, আদিয়াবাদ, পলাশতলী ও ডৌকারচর ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
গত সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের উদ্যোগে এ সভা হয়। সভায় ৬টি ইউপির চেয়ারম্যান প্রার্থীগণ, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা অংশ নেন।
ইউএনও মো. আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।