ডুমুরিয়ায় চুকনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গত শনিবার বিকেলে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। এ সময় ২৮ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। কারেন্ট জাল বেচাকেনার অপরাধে দুই ব্যবসায়ী মোঃ মতিয়ার সরদারকে ৩ হাজার ও হুমায়ন কবিরকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মৎস্য ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা ও খাদ্যে লাইসেন্স না থাকার অপরাধে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক ও ডুমুরিয়া থানা-পুলিশ সদস্যরা।