Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কাঁচা মরিচের কেজি ৩০ টাকা!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কাঁচা মরিচের কেজি ৩০ টাকা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। তিন দিন আগেও প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা দরে। সেখানে এখন এক কেজি মরিচ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর সদর বাজার ঘুরে এই দরে মরিচ বিক্রি হতে দেখা গেছে। পাকুন্দিয়া বাজারের পাইকারী বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগেও কাঁচা মরিচ অন্য এলাকা থেকে আমদানি করতে হত তাঁদের। এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত মরিচ বাজারে উঠতে শুরু করেছে। তাই বাজারে মরিচের দাম কমেছে।

পৌর সদর বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী মো. কদ্দুছ মিয়া বলেন, ‘সপ্তাহ খানেক আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি পাইকারি কিনতে হত। এখন সেই মরিচ পাইকারি কিনছি ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। খরচ মিটিয়ে খুচরা বিক্রি করছি ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে।’

শামীম হোসেন নামের এক পাইকার বলেন, এত দিন উত্তরাঞ্চল থেকে আমদানি করা কাঁচা মরিচ এখানে সরবরাহ করা হত। এজন্য দাম বেশি ছিল। এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত মরিচ বাজারে আসতে শুরু করেছে। তাই দামও কমতে শুরু করেছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ