মহান বিজয় দিবস উপলক্ষে তালা উপজেলা কৃষক লীগের প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় পাটকেলঘাটা বাজারে এ সভা হয়।
তালা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্যসচিব ও বিশিষ্ট কণ্ঠশিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু।
বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোস্তারি সুলতানা পুতুল, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, শেখ আব্দুর রহমান, মো. তরিকুল ইসলাম, অনুপম কুমার মন্ডল, মো. মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।