কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়ির খাবার খেয়ে বরযাত্রীসহ অন্তত ৪০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকেরা বলছেন, অসুস্থ ব্যক্তিরা পেটে ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রাত ২টা থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্তরা হলেন, জসিম উদ্দিন, তাহেরা খাতুন, জান্নাতুল ফেরদৌস, খুরশিদা, মোহাম্মদ শফি, গিয়াস উদ্দিন, জুলেখা, নাছিমা, মকসুদ মিয়া, আরফাত হোসেন, জাগির হোসেন, সায়মা, রাজিয়া বেগম, ইসলাম খাতুন, রিয়া মনিসহ অন্তত ৪০ জন। তাঁদের বেশির ভাগই পৌরসভার পুঁটিবিলা গ্রামের বাসিন্দা।
ডায়রিয়ায় আক্রান্ত মকসুদ মিয়া বলেন, ‘শুক্রবার পৌরসভার পুঁটিবিলার এলাকার ইয়ার মোহাম্মদপাড়ায় একটি বিয়ের দাওয়াতে যাই। পরে কনের বাড়িতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি চলে আসি। এরপর রাত ১০টার দিকে পেটব্যথা শুরু হয়। অসুস্থবোধ করলে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’
অসুস্থ শেফা আক্তার (১৮) বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পর পেটে ব্যথা ওঠে। রাতে পাতলা পায়খানা হয়। গতকাল দুপুরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সঙ্গে যাঁরা খাবার খেয়েছেন তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুল বাশার জানান, শুক্রবার রাত ২টা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত ২ শিশুসহ ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুল হক জানান, বিয়েবাড়ির খাবারের বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ভর্তি হওয়া রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর আসন-সংকট থাকলেও দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।