খুলনার ডুমুরিয়ায় নাম ঠিকানা না জানা অসুস্থ এক হিন্দু বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওবাইদুর রহমান। গত মঙ্গলবার তিনি ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তাঁর চিকিৎসার খরচ তিনি বহন করবেন বলে জানান।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার মহিলা কলেজের পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে দেখা মেলে ওই বৃদ্ধার। বয়সের ভারে শরীরটা নুয়ে গেছে আর মাথায় গভীর ক্ষত। সেখানে চিকিৎসার অভাবে জন্মেছে পোকা। যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি।
এ অবস্থায় স্থানীয়রা খবর দেন ডা. রিয়াজুল ইসলামকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান রিয়াজুল ইসলাম। তিনি ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেন।
বৃদ্ধার নাম পরিচয় জানতে তাঁকে প্রশ্ন করা হলেও উত্তর না মেলায় খবর দেওয়া হয় ডুমুরিয়া থানার ওসিকে। পরবর্তীতে তিনি অসহায় বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তাঁর চিকিৎসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।