Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিদ্যুৎবিভ্রাটে অতিষ্ঠ মানিকছড়ির গ্রাহকেরা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

বিদ্যুৎবিভ্রাটে অতিষ্ঠ মানিকছড়ির গ্রাহকেরা

খাগড়াছড়ির মানিকছড়িতে ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটে অতিষ্ঠ গ্রাহকেরা। বৈশাখের আগে পাহাড়ে ঝোড়ো হাওয়া বাড়ায় এই বিভ্রাট আরও বেড়েছে। এ জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশে গাছপালা থাকাকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ।

মানিকছড়িতে গত রোববার রাত সাড়ে ১০টার পর হালকা বৃষ্টি শেষে সোমবার থেকে থেমে থেমে বাতাস বইয়েছে। এই দিন সকাল থেকে সন্ধ্যায় অন্তত অর্ধশতবার বিদ্যুৎ যাওয়া-আসা করেছে।

ভোক্তারা বলছেন, হাটহাজারী সাব-স্টেশন থেকে খাগড়াছড়ি বিদ্যুৎ সঞ্চালন লাইনে প্রতিনিয়ত গাছ, বাঁশ কাটার অজুহাতে বিদ্যুৎবিভ্রাট মেনে নিচ্ছে গ্রাহকেরা। তার পরও সামান্য বাতাসে ঘণ্টার পর ঘণ্টা থাকে না। বিদ্যুতের এই ভেলকিবাজিতে তাঁরা অতিষ্ঠ।

এদিকে সোমবার বিদ্যুৎ লাইন ঠিক রাখতে মানিকছড়ি ও হাটহাজারী বিদ্যুৎ বিভাগের একাধিক দল মাঠে কাজ করেছে। তবে গতকাল মঙ্গলবারও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।

মানিকছড়ির আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দীন জানান, হাটহাজারী সাব-স্টেশন থেকে খাগড়াছড়ি ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছগাছালি বেশি। ফলে সামান্য বাতাসে ডালপালা বিদ্যুৎ লাইনে স্পর্শ হলে বারবার ‘ফল্ট’ হয়।

কৃষিব্যাংকের মানিকছড়ি শাখার ব্যবস্থাপক দিলীপ কুমার দেওয়ান বলেন, ‘মানিকছড়িতে সম্প্রতি বিদ্যুৎবিভ্রাটের মাত্রা এত বেশি যে, মেনে নিতে কষ্ট হয়। একবার বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হলে, আর কখন আসে তার ঠিক নেই। সোমবার পুরো অফিস সময়ে টানা ৩০ মিনিটও বিদ্যুৎ সুবিধা নিতে পারিনি। এভাবে হলে ডিজিটাল কার্যক্রমে ব্যাঘাত হয়। জেনারেটর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাপ্তরিক কাজ চালানো ব্যয়সাপেক্ষ।’

আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বলেন, ‘আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ৷ বিদ্যুৎ লাইন স্বাভাবিক রাখতে। প্রকৃতির বিরূপ আচরণে আমরাও অস্বস্তিতে আছি। বাতাস কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ