Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিদ্যালয় বন্ধ, অনিশ্চয়তায় এসএসসি পরীক্ষার্থীরা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

বিদ্যালয় বন্ধ, অনিশ্চয়তায় এসএসসি পরীক্ষার্থীরা

ফেনীর সোনাগাজী সদরের মুন্সি খুরশিদ আলম বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে মালিক পক্ষ। গত শনিবার দেওয়া এই ঘোষণার প্রতিবাদে গতকাল রোববার শহরের জিরো পয়েন্টে মানববন্ধন করেছে বিদ্যালয়ের উদ্বিগ্ন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে।

মানববন্ধনে বক্তব্যে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী বৈশাখী আক্তার ও নাসরিন আক্তার তামান্না বলে, আর মাত্র তিন মাস পরই তাদের এসএসসি পরীক্ষা। এই সময়ে বিদ্যালয় বন্ধের ঘোষণায় তারা শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদ আল আক্তার জানান, এত দিন শিক্ষকদের বেতনসহ বিদ্যালয়ের সকল খরচ ব্যারিস্টার নুরুল হক দম্পতি বহন করেছেন। বর্তমানে তাঁরা খুবই অসুস্থ। এ অবস্থায় বিদ্যালয়ের ব্যয়ভার বহন করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন।

উপজেলার পূর্ব তুলাতুলি গ্রামে ব্যারিস্টার নুরুল হক দম্পতি ২০১৫ সালে গ্রামের মেয়েদের পড়াশোনার সুবিধার্থে মুন্সি খুরশিদ আলম বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এখানে সম্পূর্ণ বিনা বেতনসহ বিনা মূল্যে সব শিক্ষা উপকরণ, বিদ্যালয়ের পোশাকসহ যাবতীয় ব্যয়ভার বহন করা হতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল কামাল সিদ্দিক সোহাগ বলেন, ‘মালিক পক্ষ বিদ্যালয়টি বন্ধের ঘোষণা দেওয়ায় বিকল্প উপায়ে এটি চালানো যায় কিনা আমরা চেষ্টা করছি।’

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নুরুল হক জানান, বিদ্যালয় বন্ধের ঘোষণায় প্রতিবাদ করা ঠিক হচ্ছে না। তিনি বিদ্যালয়ের জন্য এত দিন কারও কাছ থেকে টাকাপয়সা নেননি। বরং নিজের টাকা খরচ করে সব করেছেন। এখন আর পারছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত জানান, বিদ্যালয়ের ছাত্রীরা স্মারকলিপি দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ