বান্দরবানের লামায় গলায় ছুরি ধরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় মেয়েটির মা পারিবারিক কাজ বাড়ির বাইরে ছিলেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
গতকাল বুধবার বেলা দেড়টায় ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল কর্মকর্তা ডা. রায়হান জান্নাত বিলকিস সুলতানা বলেন, ‘ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত রয়েছে। আমরা তাকে বান্দরবান জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রেফার করেছি।’
ভুক্তভোগীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার আমার দুই মেয়ে বাড়িতে ছিল। বড়রা না থাকার সুযোগে সন্ধ্যায় প্রতিবেশী মো. সাইফুল (৩০) নামের এক যুবক বাড়িতে এসে গলায় ছুরি ঠেকিয়ে তাকে বাড়ির পাশের বাঁশ বাগানে নিয়ে যায়। সেখানে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে।’
লামা থানার ওসি তদন্ত শিবেন বিশ্বাস বলেন, ‘মেয়েটিকে নিয়ে তার মা বান্দরবান সদর হাসপাতালে গেছেন। এ ব্যাপারে ছাত্রীর মা অভিযোগ দিয়েছেন। এখনো মামলা হয়নি, তবে দ্রুতই মামলা করা হবে।’