Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বৃষ্টিতে শাকসবজি ও আমনের ক্ষতি

শাহীন রহমান, পাবনা

বৃষ্টিতে শাকসবজি ও আমনের ক্ষতি

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দুই-তিন দিন ধরেই দমকা হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। সাতক্ষীরার পাটকেলঘাটায় গতকাল রোববার রাত থেকেই অবিরাম বৃষ্টি ঝরছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঝড়োহাওয়ার প্রভাবে কৃষকের আমন ধান মাটিতে হেলে পড়েছে।

এদিকে নিচু এলাকার ধান বৃষ্টিতে ডুবু ডুবু করছে। বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে। তাহলে কৃষকের স্বপ্ন ম্লান হয়ে যাবে। সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরাসহ পাটকেলঘাটায় টানা বর্ষণ অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে শাকসবজির খেত নষ্ট হয়ে গেছে। এমনকি বৃষ্টি ও দমকা হাওয়ায় বরইয়ের (কুল) ফুল–মুকুল ঝরে গেছে। টানা তৃতীয়বার বৃষ্টিতে কৃষকের সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে তারা।

জুজখোলা গ্রামের সবজি চাষি রফিকুল ইসলাম জানান, টানা তিন দিনের বৃষ্টিতে তার জমির খিরাই গাছ পচে গেছে। অনেক টাকা খরচ করে সবজি চাষ করেছিলাম। কেবল ফল ধরা শুরু হয়েছিল। বৃষ্টিতে তা নষ্ট হয়ে গেল।

বড়বিলা গ্রামের সবজি চাষি আব্দুল জলিল জানান, বৃষ্টির কারণে তার খেতের মুলা ও কপির চারা নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে এলাকার চাষির সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় অচিরেই বাজারে এর প্রভাব পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, অতিরিক্ত বৃষ্টি আমন ধান ও সবজি খেতের জন্য খুব ক্ষতিকারক। তবে প্রকৃতি যেমনটা চাইবে তেমনটাই হবে, এখানে আসলে মানুষের কিছু করার নেই।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ