Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মো. মিলন মিয়া (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন মিয়া পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার বেলতলী গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা হলেন নেত্রকোনা সদরের কোনাপাড়া গ্রামের শাহ আলম (২০), কেন্দুয়া উপজেলার জুনায়েদ আহমেদ রায়হান (২০) ও মদন উপজেলার চানগাঁও গ্রামের সামিউল ইসলাম (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চারজন মোটরসাইকেলে দুর্গাপুরের বিজয়পুরের দিকে বেড়াতে আসছিলেন। অন্যদিকে দুর্গাপুর থেকে একটি ট্রাক আসছিল। দুর্গাপুর পৌর শহরের ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানা নেওয়া হবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ