কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেলাল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার ভাঙ্গামোড়ের খোচাবাড়ি মোস্তাফিয়া দাখিল মাদ্রাসা মাঠে একাডেমির সব খেলোয়াড়দের নিয়ে কেক কেটে আড়ম্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম সিন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলাল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহা. বেলাল হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এতেখোচাবাড়ি ফুটবল একাদশ ও লক্ষীকান্ত ফুটবল একাদশ পরস্পরের মোকাবিলা করে। খেলায় খোচাবাড়ী ফুটবল একাদশ ০-১ গোলে লক্ষীকান্ত ফুটবল একাদশকে পরাজিত করে।