বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদের থাকার কথাই ছিল না! তারুণ্য নির্ভর দল নিয়ে ভারতের যাওয়ার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু এশিয়া কাপে তারুণ্য নির্ভর দলের ব্যর্থতা এবং বিশ্বকাপের দল থেকে তামিমের বাদ পড়ায় শেষ পর্যন্ত ভারতগামী দলে জায়গা হয় মাহমুদউল্লাহর। সেই তিনিই এবারের বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন। ৮ ম্যাচে সবচেয়ে বেশি ৩২৮ রান করেছেন।
দেশের হয়ে শুধু সবচেয়ে বেশি রানই নয়, এবারের বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে অনেক কিছুতেই প্রথম। সবচেয়ে বেশি ৫৪.৬৬ ব্যাটিং গড়, সবচেয়ে বেশি ১৪ ছক্কা কিংবা একমাত্র সেঞ্চুরি—সবই মাহমুদউল্লাহর।