Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তীব্র শীতে পানবাজারে ধস

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

তীব্র শীতে পানবাজারে ধস

তীব্র শীত, কুয়াশায় বরিশালের আগৈলঝাড়ায় পানের বাজারে ধস নেমেছে। ঠান্ডাজনিত কারণে পান গাছে দাগ, শিকড় পচা, পাতাঝরাসহ নানা রোগ দেখা দিয়েছে। এর ফলে দুশ্চিন্তায় পড়েছেন পানচাষি ও ব্যবসায়ীরা। এক সপ্তাহের মধ্যে পানের দাম কমেছে আশঙ্কাজনক হারে।

পানচাষি নির্মল চৌধুরী বলেন, এক বছর ধরে বাজারে পানের দাম বেশি ছিল। কিন্তু আকস্মিক শৈত্যপ্রবাহে পানের পাতায় হলদে দাগ দেখা দিয়েছে। পচে যাচ্ছে পান। এক পোয়া (৩২ বিড়াই এক পোয়া ও ৬৪ পানে এক বিড়া) বড় পানের দাম ৩ হাজার টাকা থেকে নেমেছে ৮০০ টাকায়। মাঝারি আকারের পান প্রতি পোয়া ১ হাজার ৬০০ টাকা থেকে ৫০০ টাকায় নেমেছে। ছোট পানের প্রতি মাত্র ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে উপজেলার মোকামগুলো থেকে কম দামে পান কিনেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, পানের পাতায় কালো দাগ থাকায় ও পচে যাওয়ায় আরও কম দামে পান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পান পরিবহন ও বিক্রিতে অন্তত দুদিন সময় লাগে। আর এ সময়ের মধ্যে পান নষ্ট হয়ে যাচ্ছে।

পান ব্যবসায়ী আব্দুল হাকিম খান, রুবেল খান, স্বপন গাজীর সঙ্গে কথা বলে জানা গেছে, বরজ থেকে ঝরে পরা পান সংগ্রহ করতে গেলে অন্য পানও ঝরে পড়ছে। এসব পান বাজারজাত করতে গোছানোর সময় দেখা যায়, পাতায় কালো দাগ। আবার পচা পাতাও পাওয়া যাচ্ছে। ফলে পানের বাজারে ধস নেমেছে।

মোল্লাপাড়া গ্রামের পানচাষি শহিদুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে বরজ করতে তাঁর এবার খরচ হয়েছে ছয় লাখ টাকা। লাভ তো দূরের কথা, এবার উৎপাদন ব্যয় উঠবে কিনা তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, কৃষি অফিস থেকে চাষিদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে। যে সব বরজে রোগবালাইয়ে দেখা গেছে, সেখানে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অতিরিক্ত শীতের কারণে এ ধরনের রোগবালাই হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ