Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আগৈলঝাড়ায় খাল খননে স্বপ্ন দেখছেন কৃষকেরা

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় খাল খননে স্বপ্ন দেখছেন কৃষকেরা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের সেচ কাজ সুবিধার্থে গুরুত্বপূর্ণ খাল খননের জন্য বড় একটি প্রকল্প গ্রহণ করে কৃষি মন্ত্রণালয়।

‘৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় খাল খনন কাজ শুরু করা হয়। এই প্রকল্পের স্থান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছিলেন।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুরপাড় থেকে রত্নপুর ইউনিয়নের বারপাইকা হয়ে মোল্লাপাড়া পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার খাল খননের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে।

প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখননের জন্য দরপত্রের মাধ্যমে ঝিনাইদহ জেলার লিটন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খালের বিভিন্ন অংশে খনন কাজ চলমান রয়েছে। বারপাইকা গ্রামের কৃষক সমরেশ দাস, অনিতা বালা, সুমন্ত রায় জানান, এই জনগুরুত্বপূর্ণ খালের পানির ওপর এখানকার ইরি-বোরো ব্লকের প্রায় ২ হাজার একর জমি নির্ভরশীল। ইতিমধ্যে যতটুকু খাল পুনর্খনন করা হয়েছে তাতেই এখন এলাকাবাসী মরা খালে পানি ফিরে আসার স্বপ্ন দেখছেন।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নাঈম মিয়া বলেন, ‘বর্তমান সরকার দেশে খাদ্য উৎপাদন বাড়াতে সেচ কাজের জন্য খালগুলো খনন কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে খাল খননের কাজ আগৈলঝাড়ায়ও শুরু রয়েছে। খাল খননের ফলে চাষিদের ধান চাষে আর পানির সমস্যা থাকবে না।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ