Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জামানত হারাচ্ছেন আ.লীগের দুই প্রার্থী

দাউদকান্দি প্রতিনিধি

জামানত হারাচ্ছেন আ.লীগের দুই প্রার্থী

কুমিল্লার দাউদকান্দিতে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফলাফলের কারণে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী জামানত হারাচ্ছেন। প্রদত্ত মোট ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় তাঁরা এ জামানত হারাচ্ছেন।

ওই দুই প্রার্থী হলেন উপজেলার মালিগাঁও ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম ও পদুয়া ইউপিতে নৌকার প্রার্থী নাসির আহমেদ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার মালিগাঁও ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম পেয়েছেন মাত্র ৮২৬ ভোট। এখানে বিজয়ী প্রার্থী (স্বতন্ত্র) মোস্তাক আহমেদ (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৪৭ ভোট। ইউপিতে মোট ১১ হাজার ৪২৪টি ভোট রয়েছে। তাই প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ না পাওয়ায় নৌকার প্রার্থী নুরুল ইসলামের জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। অপরদিকে একই উপজেলার পদুয়া ইউপিতে নৌকার প্রার্থী নাসির আহমেদ পেয়েছেন ২৫৬ ভোট। এখানে আনারস দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এসএম মনির হোসেন পেয়েছেন ২ হাজার ৯০২ ভোট। এ ইউপিতে মোট ৪ হাজার ৬২৬টি ভোট। তাই প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ না পাওয়ায় নৌকার প্রার্থীর নাসির আহমেদ জামানত হারাচ্ছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ