মোবাইল ফোনের এক টাওয়ারের ব্যাটারি চুরির সময় তানিমুল ইসলাম (২১) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ডাকরা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই তরুণ গ্রামীণফোনের টাওয়ারে চুরি করতে নিয়েছিলেন।
আটক তানিমুল ইসলাম (২১) পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার রাজবাড়ী এলাকার সোহরাব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাত ৮টার দিকে স্থানীয় পথচারীরা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে শব্দ শুনতে পান। টাওয়ারে টর্চ লাইটের আলো ফেললে এক তরুণকে দেখতে পান। চোর সন্দেহে আশপাশের কয়েক শ লোক এসে টাওয়ারটি ঘিরে ফেলে। এ অবস্থায় তানিমুল ভয়ে টাওয়ারের মাথায় উঠে যান। পরে চারঘাট মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে জানান, টাওয়ারে চুরির সময় তানিমুল ইসলাম নামের এক তরুণকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।