ধনবাড়ীতে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর দুটি দোকান পুড়ে গেছে। কেন্দুয়া বাজারে গত রোববার রাতে মেসার্স আনোয়ার সেনিটাইজার অ্যান্ড মেশিনারিজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ধারণা এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ওই দোকানের মালিক মো. আনোয়ার হোসেন বলেন, ‘রোববার রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। হঠাৎ রাতে পাশের ব্যবসায়ী জানান আমার দোকানে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আমার দুটি দোকানের সব মালামাল আগুনে পুড়ে যায়। দোকানে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ছিল।’
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।’