করোনা চিকিৎসায় মুখে খাওয়া ওষুধ ‘মলনুপিরাভির’ বাংলাদেশের বাজারে এনেছে দেশের এসকেএফ ফার্মাসিউটিক্যালস। গতকাল মঙ্গলবার বিকেল থেকেই দেশের বিভিন্ন ওষুধের দোকানে এই ওষুধ পাওয়া যাচ্ছে বলে এসকেএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ৪ নভেম্বর করোনা চিকিৎসায় ‘মলনুপিরাভির’–র অনুমোদন দেয় যুক্তরাজ্য।
গতকাল বিকেলে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রাজধানীর বনানী কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ওষুধের বাজারজাত করার কথা জানানো হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষস্থানীয় দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অধিদপ্তরের মুখপাত্র ও অসংক্রামক রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক মোহাম্মদ রোবেদ আমিন অনুষ্ঠানে বলেন, ওষুধটি শরীরের অনেক গভীরে কাজ করে। এটি ভাইরাসের ঝুঁকি কমায়। এতে রোগের তীব্রতা কমে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক মো. নাজমুল ইসলাম ওষুধের দাম ক্রয়সীমার মধ্যে রাখার অনুরোধ করেন। করোনা নিরাময়ের এই ওষুধ রপ্তানি করলে এসকেএফ ও বাংলাদেশের সুনাম বাড়বে।
করোনা মোকাবিলায় এর আগে এসকেএফ বাজারে এনেছিল জেনেরিক ওষুধ রেমডেসিভির। অনুষ্ঠানে সেই ইতিহাস তুলে ধরে ট্রান্সকম গ্রুপ অব কোম্পানিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান বলেন, ২০২০ সাল থেকেই এসকেএফের বিজ্ঞানীরা মলনুপিরাভির নিয়ে কাজ করে আসছিলেন। সে কারণে ওষুধটি তৈরি করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমাদের পদক্ষেপগুলো শুধু ব্যবসার জন্য নয়। এসব পদক্ষেপ মানবতা ও মানুষের সেবায় ইতিবাচক প্রভাব রাখে।’