Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

সিরাজগঞ্জের কাজীপুরে বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যানের ভুলে বিদ্যুতায়িত হয়ে নজরুল ইসলাম (৪৭) নামের এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে নাটুয়ারপাড়াতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবের গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টায় নাটুয়ারপাড়াতে বিদ্যুতের একটি ট্রান্সফরমারের ফেইজ মেরামত করতে যান জামালপুরের সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হাসান আলী। সেখানে মেরামতকাজ দেখার জন্য আশপাশের ১০-১২ জন লোক দাঁড়িয়েছিলেন। হাসান আলী মাটি থেকেই হকিস্টিক দিয়ে ফেইজ তুলে দিচ্ছিলেন। একপর্যায়ে হকিস্টিক থেকে লাইনটি পড়ে যায়। এতে করে খুঁটিকে মাটির সঙ্গে টানা দেওয়া তারের সঙ্গে বিদ্যুৎ সংযোজিত হয়। টানা তার ধরে থাকা অবস্থায় নজরুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শিফাজ উদ্দিন বলেন, ‘লাইনম্যান লোকজনকে বারবার নিরাপদ দূরত্বে সরে যেতে বললেও তাঁরা যাননি। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। আমাদের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠিত হবে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ