নারী নির্যাতন বন্ধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুরের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। বেসরকারি প্রতিষ্ঠান এসডিএসের আয়োজনে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি প্রতিষ্ঠানের নারী সদস্য ও জাতীয় মহিলা সংস্থার সদস্যরা।
‘কমলা রঙের বিশ্ব গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ স্লোগানে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নারী নির্যাতনের বিপক্ষে তাঁরা নিজ নিজ মতামত তুলে ধরেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা, নারী নেত্রী অমলা দাস প্রমুখ।