যশোর শহরের রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ওয়ার্কশপের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করে যশোরসহ বিভিন্ন জেলায় সরবরাহ কথা জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওয়ার্কশপের মালিক ও সদর উপজেলার বাহাদুরপুর মধ্যপাড়া এলাকার কুদ্দুস আলী (৩০), শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকার আবদুল আজিজ (৪৪) ও সদর উপজেলার বাহাদুরপুর পার্কের মোড় এলাকার সুমন হোসেন (২৫)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, দীর্ঘদিন যশোর শহরের রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দেশীয় পিস্তল, ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্র তৈরির সময় হাতেনাতে আবদুল আজিজ, কুদ্দুস আলী ও সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে দুটি দেশীয় ওয়ান শুটারগান, ৩টি ৭.৬৫ পিস্তলের রিকয়েলিং স্প্রিং ও ব্যারেল সংযুক্ত স্লাইডার ৩টি, ৭.৬৫ বডি ও ৩টি হাতল, ৭.৬৫ পিস্তলের ৮টি ম্যাগাজিন, ১টি গ্লান্ডার মেশিন, ৭টি পিস্তলের গ্রিপ তৈরির ফাইবার, ১টি পিস্তলের সেফটিক লক, ৪টি পিস্তল তৈরির চ্যানেল, ৭টি স্প্রিং, ৫টি কার্তুজ ও ১টি ড্রিল মেশিন।
এ ঘটনায় গতকাল শুক্রবার কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে জানিয়ে ওসি রুপণ কুমার জানান, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্র তৈরি ছাড়াও তাঁরা আর কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কি না, তা যাচাই করা হচ্ছে।