বাড়ি থেকে সুধাময়ীর জন্য পাত্র দেখা চলছে। তবে যখন শুনছে মেয়ে ডিভোর্সি, তখনই বিয়ের আলোচনায় দাঁড়ি পড়ছে। পাত্রপক্ষের কাছে নিজের সত্যিটা বলে ফেলায়, নিজের বাড়ির লোকের কাছেও গালমন্দ শুনতে হচ্ছে তাকে। তবে যে যা-ই বলুক, সুধার একটাই জবাব, ‘নিজের সত্যিটা লুকিয়ে আমি বিয়ে করতে চাই না।’
এমন গল্প নিয়ে স্টার জলসায় গত ১৭ জুন থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘শুভ বিবাহ’। এরই মধ্যে আলোচনায় সুধা-তেজের এই রোমান্টিক গল্প। এতে সুধা চরিত্রে অভিনয় করছেন সোনামণি সাহা আর তেজ চরিত্রে হানি বাফনা।
শুভ বিবাহ সিরিয়ালের গল্পে সুধা একজন ওয়েডিং প্ল্যানার। বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠান সাজিয়ে তোলার দায়িত্ব থাকে তার ওপর। তবে নিজের জীবনকে সাজাতে পারেনি সে। প্রথম সম্পর্কের বিচ্ছেদের পর অনেকটা এলোমেলো সুধা। পরিবার থেকে তার দ্বিতীয় বিয়ের চেষ্টা চলছে।
তবে ডিভোর্সি হওয়ার কারণে একের পর এক সম্বন্ধ ভেস্তে যাচ্ছে। একপর্যায়ে একটি বিয়ের অনুষ্ঠানে নায়ক তেজের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। এই সম্পর্ক কীভাবে বদলে দেবে তাদের জীবন, এ কাহিনি দেখা যাবে শুভ বিবাহের গল্পে।
তবে অন্যান্য সিরিয়ালের মতো শুধু সম্পর্ক নিয়ে টানাপোড়েন ও সংসারের কূটকচালি প্রাধান্য পাবে না এতে। সমাজে প্রচলিত বিভিন্ন অনৈতিক নিয়মের বিরুদ্ধে কঠোর বিরোধিতাও উঠে আসবে এতে। ধারাবাহিকের গল্পের মতো ব্যক্তিজীবনেও সুধা অর্থাৎ সোনামণি সাহা ডিভোর্সি। ২০১৫ সালে কোরিওগ্রাফার সুব্রত রায়কে বিয়ে করেন তিনি। মাত্র তিন বছরের মাথায় দাম্পত্যে ইতি টানেন তাঁরা। এখনই নতুন সম্পর্কে জড়াতে চান না সোনামণি। এ ক্ষেত্রে সিরিয়ালের চরিত্রের মতোই সোনামণির বক্তব্য, ‘ন্য়াড়া একবারই বেলতলায় যায়’। তাই আপাতত ক্যারিয়ারই সোনামণির মূল ফোকাস।