চলমান এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে অংশ নিয়েছে ফারজানা আফরোজ লিমু। সে উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী।
গত রোববার কলারোয়া উপজেলার ৬টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩ হাজার ৯০৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরীক্ষা ২৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ।
শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ইসলাম ধর্ম বিষয়ক শিক্ষক বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অধিকাংশ মেয়েদের গোপনে বিয়ে দেওয়া হয়েছে। যে কারণে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ মাসের শিশু সন্তান নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক পরীক্ষার্থী।
দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম বলেন, অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে সেখানকার অর্ধেকের বেশি মেয়েদের বিয়ে হয়ে গেছে। বাল্যবিবাহ বন্ধ করতে অভিভাবকদের তুলনামূলক সচেতন হতে হবে।