চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ১০টি ইউপিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের সরব উপস্থিতিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
১০ ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন কমিশন থেকে নির্ধারিত প্রতীকসহ ৫৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই সময়ে ১০ ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য ১০৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
যেসব প্রতীক চেয়ে একাধিক প্রার্থী আবেদন করেছেন তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর ১০ ইউনিয়নের ১০৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।