পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরকে পিটিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। তবে গতকাল সোমবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শনিবার রাতে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম কুদ্দুসসহ তাঁর লোকজন আশরাফুল কবীরকে মারধর করেন বলে অভিযোগ।
ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, আশরাফুল কবীরের বাবা সোহরাব আলী বাদী হয়ে গত রোববার রাতে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুসসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
নুরুল ইসলাম কুদ্দুস বলেন, ‘অনুষ্ঠানস্থলের পাশে একটি দোকানে চা খাচ্ছিলাম। একটা বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আশরাফুল কবীর আমার কলার চেপে ধরেন। তখন আমার লোকজন কিল ঘুষি মারলে মাটিতে পড়ে গিয়ে তাঁর মাথা কেটে যায়।’